চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়
আমারও সমাধি পরে ।
দেখো মোর ঘুম ভেঙে যায় নাকো যেন
যেন ক্ষণিকের তরে ।।
ফুল যদি কভু নাহি থাকে হায়
শুধু আঁখিবারি প্রিয় ফেলিও সেথায়,
উতলা হাওয়ার পাশে যেমন
বন শেফালিকা ঝরে ।।
আকাশে তখন ছায়া নামে যদি
সন্ধ্যা ঘনায় বনে
মনে কর দোঁহে দেখা হয়েছিল
সে কোন গোধূলি ক্ষণে ।
আমার আঁধার সমাধিতে প্রিয়
তোমার প্রেমের দীপ জ্বেলে দিও,
ঝরা মালিকার পরিমল যেন থাকে
থাকে তব হিয়া ভরে ।।