আমি আপন করিয়া চাহিনি
তবু তুমি তো আপন হয়েছো-----
জীবনের পথে ডাকিনি তোমায়,
সাথে সাথে তুমি রয়েছো ||


তুমি কোন্ পথে এলে জানি না মোর জীবনে
সেই পথে এলো আমার ফাগুন ভুবনে -----
জানি না কখন কুসুমের মতো
আমারে কুড়ায়ে লয়েছো ||


মোর নীরব বীণাটি প্রাণের পরশে বাজালে
আমার আকাশ চাঁদের তিলকে সাজালে |


তুমি যা দিয়েছ আমারে রবে লুকানো
হৃদয়ের দান যায় না কখনো ফেরানো---
শূন্য আমার অঞ্জলি ভরে
কত না মাধুরী দিয়েছো ||