এক হাতে মোর পূজার থালা, আর এক হাতে মালা,
মন যা চাহে নাও তোমার মন যা চাহে নাও
বাইরে আমার চাঁদের আলো, ঘরে প্রদীপ জ্বালা,
বল গো তুমি কি চাও ||


তোমায় কি দিয়ে আজ করব বরণ,
কোথায় তোমার পাতবো আসন
কি নাম ধরে ডাকবো তোমায় তুমি বলে দাও ||


অধরে মোর হাসির মায়া, অশ্রু দু’নয়নে,
অঞ্জলিতে প্রণাম আছে, প্রেম রয়েছে মনে |


বল আমার মুখের সে কোন ভাষা,
শুনে তোমার মিটবে আশা
পূজার আছে প্রেমের বাণী তাই মোরে শেখাও ||