প্রণব রায়

প্রণব রায়
জন্মস্থান বড়িশা, কোলকাতা, ভারত
বর্তমান নিবাস জানা নেই

Lyrics RSS

এখানে প্রণব রায়-এর ৪৭টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
আঁধার মনের দিগন্তে আজ আলো দেখাও আলো দেখাও
আমার সোনা, চাঁদের কণা, ভুবনে তুলনা নাই রে
আমি আপন করিয়া চাহিনি
আমি চঞ্চল ঝর্ণাধারা, পথ চলি গান গেয়ে
আর ডেক না সেই মধুনামে যাবার লগনে
এই কিগো শেষ দান
এই ফাগুনে ডাক দিলে কে
এই মধুরাতে আধখানি ছিল জাগিয়া
এক হাতে মোর পূজার থালা, আর এক হাতে মালা
এমনি বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন
ও তোর জীবনবীনা আপনি বাজে
ও নিরুপম সুন্দর মন তুমি আছ নয়নে
কত জনম যাবে কত নিশি হবে ভোর
কত যে ব্যথা ভুলালে জীবনে প্রিয়া
কতদিন দেখিনি তোমায়
কোনো কথা আর শুধাবো না আজি
খেলাঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়
ঘুমের ছায়া চাঁদের চোখে
চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়
তীর বেঁধা পাখি আর গাইবে না গান
তুমি কত সুন্দর
তুমি কি এখন দেখিছো স্বপন, আমারে
তুমি যে আমার এই ভূবনে তাই
তোমার আকাশে এসেছিনু হায় আমি কলঙ্কি চাঁদ
দীপ খোঁজে আলো মন খোঁজে মন
নাই বা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকী
নাই বা পরিলে আজ মালা চন্দন
নিদহারা আজ রাতে গায় পাপিয়া
পথ ছেড়ে দাও প্রিয়া সময় নাহি যে আর
পরদেশী কোথা যাও থামো গো হেথা
প্রভুজী প্রভুজী প্রভুজী তুমি দাও দরশন
বলেছিলে তাই চিঠি লিখে যাই
ভাঙনের তীরে ঘর বেঁধে কী বা ফল
মধু মালতী ডাকে আয়
মধুর আমার মায়ের হাসি ১২
মনের দুয়ার খুলে কে গো তুমি এলে
মাটির এই খেলাঘরে কেউ হাসে কেউ কাঁদে
মোর জীবনের দু’টি রাতি
যখন রব না আমি দিন হলে অবসান,
যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান
যবে এসেছিলে তুমি প্রিয় জীবনে মম
যাই তবে চলে যাই
যে ভালোবাসায় কেবলই কাঁদায়
যে ভালোবাসায় ভোলায় মোরে
যেথা গান থেমে যায় দীপ নেভে হায়
সাঁঝের তারকা আমি পথ হারায়ে
হৃদয় আমার সুন্দর তব পায়