ভালোবাসতে দিন তারিখের, মাসের দরকার নেই
ভালোবাসতে চাই হৃদয়ের, যোগাযোগ রাখা এই
ভালোবাসা জোর করে জানি, কেউতো পায় না
ভালোবাসা হুট করে বুঝি, সহজে হয় না ।।


স্বর্গ থেকে আসে ভালোবাসা মনে থাকে
দুটি মনের মিলন হলে উঁকি দিয়ে ডাকে
ভালোবাসা ছাড়া ভালোবাসার বিকল্প হয় না
ভালোবাসা জোর করে জানি, কেউতো পায় না ।।


সত্য ভালোবাসা সত্যি মনের তালাস করে
ভালোবাসা এমন কিন্তু ভালো-মন্দ না ডরে
ভালোবাসা ছাড়া ভালোবাসার বিকল্প হয় না
ভালোবাসা জোর করে জানি, কেউতো পায় না ।।