পৌষ মাসের শীতে তুমি উঞতারই পরশ
বিজলী চমকা, দমকা হাওয়ায়
মনোবল, সাহস ।।


তোমার কথায় শব্দ দূষণ, সেও মধুর লাগে
তুমিতো মনের চিকিৎসা, না দেখারই রোগে
ভালোবাসতে হৃদয় লাগে, লাগে নারে বয়স ।।


অল্প খেয়ে, অল্প ঘুমিয়ে স্বাস্থ্য বিধি মেনে
তোমার সাথে উঠবস করা, আমার রাতে দিনে
তোমার জানা আছে মন্ত্র, আমায় করা অবশ ।।