তোর অবহেলার মিষ্টি খোঁচা, এড়িয়ে চলা দায়
ভালোবাসি বলে তোর সাথে আমার
দেখা হয়ে যায় ।।


হাত রাখিস আদরে গায়ে, বুকে আঘাত পাই
পাশ ঘেঁষে গোপনে সাথে, আড়াল হলে নাই
কোনো কিছুর মূল্য বুঝা, তোর সাধ্য কোথায়
ভালোবাসি বলে তোর সাথে আমার
দেখা হয়ে যায় ।।


পথ চলিস প্রকাশে ঘুরে, দয়ার সীমা নাই
পরক্ষণে প্রণয়ে বাঁধা, কোন কারণ ছাড়াই
পাগল হয়ে তোরে খোঁজা, তোর প্রেমই সহায়
ভালোবাসি বলে তোর সাথে আমার
দেখা হয়ে যায় ।।