সুযোগ পেয়েও মন হাত ছাড়া করা,
তোমার স্বভাবে পরিণত
তোমার মাথায় যত চুল
তার চেয়েও বেশি ভুল, গণনা করিলে অগণিত
সুযোগ হাত ছাড়া করা, তোমার স্বভাবে পরিণত ।।
আলোর মাঝে আলো খুঁজে অন্ধকারেই থাকো
সকল কাজে খুঁতও ধরে আওয়াজ ছাড়া ডাকো
তোমার মাথায় যত চুল
তার চেয়েও বেশি ভুল, গণনা করিলে অগণিত
সুযোগ হাত ছাড়া করা, তোমার স্বভাবে পরিণত ।।
সোজা পথে চলতে তুমি ভিন্ন পথেই হাঁটো
তোমার মিষ্টি কথার খোঁচা শাখের করাত কাটো
তোমার মাথায় যত চুল
তার চেয়েও বেশি ভুল, গণনা করিলে অগণিত
সুযোগ হাত ছাড়া করা, তোমার স্বভাবে পরিণত ।।