ও চাঁদ রে, ও চাঁদ
আমি তাঁর প্রেমে একদমই উম্মাদ ।।
খোদার পরে তাঁরই সাথে
সম্পর্ক আমার
আকাশ তোমায় ঘর দিয়েছে,
আমি দিলাম তাঁর
ও চাঁদ রে, ও চাঁদ
আমি তাঁর প্রেমে একদমই উম্মাদ ।।
যতন করে হৃদয় মাঝে
আঁকছি ছবি তাঁর
দিনে রাতে তাঁরই সাথে,
কথা হয় আমার
ও চাঁদ রে, ও চাঁদ
আমি তাঁর প্রেমে একদমই উম্মাদ ।।