তোমার ভুলে ভরা জীবন যবে হলো অবসান
আজ নিন্দুকেরাও গায় যে তোমার জয়গান ।।
তোমার প্রতি ভালোবাসা, দরদ সীমাহীন
তুমি ছিলে অমূল্য ধন, অমর চিরদিন
তোমার গুণের সীমা নাই যে অসীম অবদান
আজ নিন্দুকেরাও গায় যে তোমার জায়গান ।।
তোমার ঘরে আসা যাওয়া প্রতিবেশীর রোজ
স্ত্রী-সন্তান, ছেলে-মেয়ে রাখে সবার খোঁজ
তোমার প্রশংসা করতে তুলনায় আসমান
আজ নিন্দুকেরাও গায় যে তোমার জায়গান ।।