হারালে বুঝা যায় বস্তু, কতো মূল্যবান
থাকতে জীবন, ছাড়তে ভূবণ
হাতে থাকা বস্তুর যতন, করো আগুয়ান ।।


বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর
আপনাকে বুঝা মানে বুদ্ধিমান চতুর
আপনাকে বুঝা মানে চতুর বুদ্ধিমান ।।


সংকটে ধৈর্য ধারণ, বাড়ে মনোজোর
ভালো দিনে কাছে থাকে মেহমান প্রচুর
ভালো দিনে কাছে থাকে প্রচুর মেহমান ।।