যে মন টিকতো না ঘরে, সে মন আজ গৃহবন্দি
জীবন বাঁচানোর উপায়,
একাকীত্বে গভীর সন্ধি ।।


আপন যাঁরা, ব্যস্ত তাঁরা খেয়ালে আত্মপক্ষ
ধরা-ছোঁয়ার বাইরে আছি, একেলা ছোট্ট কক্ষ
এমন করুণ অবস্থায়,
আতঙ্ক আজ প্রতিদ্বন্দ্বী ।।


খোদার হাতে বাঁচা-মরা, এ কথা চির সত্য
তারপরও সাবধানতা অবলম্বন করা নিত্য
কি করে ভালো থাকা যায়,
ভাবতে হবে হ্রাস-বৃদ্ধি ।।