তোমার ডানে, তোমার বামে তোমার চারিদিক
আমি থাকবো, সাথে থাকবো চাওয়ার অধিক ।।
চলার পথে সাহস তুমি, এগিয়ে যাবো পথ
দোয়া করো মানতে পারি, তোমার মতামত
তোমার ঘরে, তোমার 'পরে তোমার চারিদিক
আমি থাকবো, সাথে থাকবো চাওয়ার অধিক ।।
আমার ভালোবাসা তুমি, প্রিয়দের একজন
তোমার কাছে থাকতে পারি, জীবনও মরণ
তোমার ভোরে, তোমার রাতে তোমার চারিদিক
আমি থাকবো, সাথে থাকবো চাওয়ার অধিক ।।