পৃথিবী শ্রেষ্ঠ গ্রহ, অনুগ্রহ বিধাতার
সৃষ্টির সেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ অধিকার ।।


হিসেব ছাড়া বায়ুতে অক্সিজেন গ্রহণ
অফুরন্ত খাবারের ব্যবস্থা সারাক্ষণ
জন্মের আগে ঘর-বাড়ি, তৈরি খাবার
অনুগ্রহ বিধাতার, অনুগ্রহ বিধাতার
সৃষ্টির সেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ অধিকার ।।


জন্ম-মৃত্যু, আয়ুতে নিয়ন্ত্রণ কঠিন
সুখ-অসুখ শরীরের অবস্থা নিশিদিন
অদৃশ্য নিরাকার তিনি, আস্থা সবার
অনুগ্রহ বিধাতার, অনুগ্রহ বিধাতার
সৃষ্টির সেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ অধিকার ।।