দুর্গ্গা এবার রণে যাবে
খুলে দাও ঘোমটা
দুর্গ্গা দুর্গ্গা বলে মনটা...


রূপং দেহি জয়ং দেহি
ত্রিশূলধারী মা জননী—
আজ হয়েছে ভয়ঙ্করী;
মনে কামের সোঙটা!
মনটা দ্রিমি দ্রিমি করে ঢঙটা।


মধু-কৈটভ জনে জনে
বাক্-বিতণ্ডা ঘরে ঘরে—
মহিষাশুর ক্রোধে আসে
মা তুলে দেয় ডাণ্ডা!...
বুঝলে ক্ষ্যাপা যাবি মায়ের থানটা।


বাজে শঙ্খ গদা চক্র
ধরে অস্ত্র শির খড়্গ
সিংহনাদে কাঁপে ধরা
বাজে রণ ঝঞ্ঝা!
অসুরগুলা নাচে দেখো রঙটা।


গণেশ-কার্তিক-নবরাত্রি
তুমি লক্ষ্মী-সরস্বতী
মায়া মোহে ভাসি আমি
বোধে দেয় নাড়া!
রণ-উৎসব ধুনচি নাচে
আত্মারাম উর্ধ্বে চলে—
পাঁচে মিশে এক হয়েছে
দুর্গা তত্ত্বের সংজ্ঞা।