পিরিত গাঙে ডুব দিও না
ডুবলে বাঁচবা না,
ডুবে ডুবে খাবি রে জল
কেউ তো দেখবা না।
তাঁর সাথে পরাণ বাইন্ধো না
সইতে পারবা না,
উইড়া যাবে বনের পাখি
ধরতে পারবা না।
কুহক পাখির মুখে মধু
দেয় শুধু আশা,
কাল বৈশাখীর ঝড়ে রাইখা
যায় সর্বনাশা।
অন্তর কাঁদে পাখির তরে
পাখি এলো না,
আগুন জ্বেলে চইলা গেল
আগুন নেভে না।