নীল পাখি যায় উড়ে
মেঘেরা জমেছে এই মনে সাঁঝ রাতে
দখিনা বাতাসে নাও চলে যায় দূরে
একা একা বসে তোমাকে ভেবেছি মনে।


চেয়েছি তোমায় আমি
এই বুকে মাঝখানে
হৃদয়ের মেঘ নামে
বর্ষার ঢেউ তুলে
জীবন হারিয়ে সুখ নামে দুখ আসে।


কবিতা লিখেছি বুকের ভেতরে
জলপরী ছল করে নেয় তুলে চোখের কোটরে.....
সোনালী ডানার ফাল্গুনী রাতে
তোমাকে হারিয়ে ঝরাপাতা যায় বনে
মদিরা বাজেনি সিঁদুরে রূপসী সুন্দরী পর করে।


ছল করে রঙ মাখে
দুরাশায় ছক বুনে
অন্তরে মেঘ হাসে চোখে জল ভিড় করে আসে।