ইচ্ছে করেই ভুল করেছি
ইচ্ছে করেই রোদ মেখেছি
তুমি আমার হবে না জানি।.…
জল ডাক মেঘলা দিনে একলা
তোর নূপুরের ছন্দে রাগে—
ভৈরবী তাল হৃদয় মাঝে
উথাল পাতাল কেমন যেন?
তুই মেঘ হয়ে যা, বৃষ্টি ফোঁটা
উড়াল দে তুই অন্যখানে—
চাতক মরলে তুই তো খুশি
ওরে মন..., ও.... মন মাঝি... মাঝি....
মাঝ দরিয়ায় পাল তুলে দে
মন খারাপের অবসরে—
দুঃখ যেন আকাশ ভেঙ্গে
বলতে এসে চুপ করে যায়;
মেঘলা দিনে, তুই কি আমায়
আগলে রেখে— নাও ভাসাবি
নাকি মিথ্যে আশা দিবি
ওরে মন..., ও.... মন মাঝি... মাঝি....
যেন তুই এক উড়াল ঘুড়ির
লাটাই ধরে— আমায় টেনে
অবহেলার গান ধরেছিস্;
আমি মেঘের দেশে বেড়াই
তুই আমার সাথে যাবি!
ওরে মন.... ও... মন মাঝি... মাঝি
২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ