ডাকিনী শাকিনী নাচে
নাচে লাকিনী হাকিনী,
অভয় মুদ্রা অসি লয়ে
দেখ, নাচে মহাকালী ।
রণাঙ্গনে রণসাজে
মেতেছে রণ ভৈরবী,
অসুরগুলোর মুণ্ডু কেটে
মাগো করছো রাশিরাশি।
শবের মাঝে শিব জাগিয়ে
তুমি দিচ্ছ করতালি,
আলোর ছটা অন্ধকারে
হৃদে জ্ঞানের প্রদীপ জ্বালি ।
রক্তজবা পথ ছেয়েছে
ওই দেখ আসে ভবানী,
হৃদি শ্মশান আলো করে
মোক্ষময়ী মহাকালী।