আমার হৃদয় ফাঁকা করলি লাউয়ের বশের মতো,
আস্তে আস্তে জ্বলে ( জ্ব‌ইলা) পুড়ে ( পুইড়া) মরি আমি কত।।


ধুতুরার মত জীবন কাটা সারা দেহে শত,
বিষে ভরা জীবন আমার চোখে অশ্রু সিক্ত।।


আকাশটাকে বুকে রেখে বিজলী চমকে ধীরে ধীরে দেয়  দুঃখ কষ্ট,
অকালেতে বন্যা নামে বসতি হয়না মনে, হায়রে জীবন নষ্ট।।


আমার মনে বিষ ঢালিয়া অন্যজনের কর বিয়া করলি তুই ভ্রষ্ট,
দিন থাকিতে সন্ধ্যা নামে পথের কথা রয়না পথে ঝরে বুকের রক্ত।।


এই কপালে তুষের আগুন জ্বলে অবিরত কালো ধোঁয়ার মতো,
জোনাকিরা আর বলেনা, প্রেম কবিতা আর লিখি না অন্তরে ক্ষত ।।