ভাসাও তোমার খেয়া তরী অকুল ঘাটের মাঝি
ঐ পাড়েতে বসত করে আমার হৃদয় স্বামী।


ঘোর বিপাকে মায়ার রথে বেড়াই হেলেদুলে
সুখের খোঁজে দুঃখের ঘোরে জীবন গেল মিছে।
(এখন) দয়াল বিনে সবাই গেল দিয়ে আমায় আঁড়ি।।


সন্ধ্যাকালে প্রদীপ জ্বলে অন্ধকার তো যায় না
আলোর খোঁজে বেড়াই ঘুরে হয়ে পাগল পাড়া।
পাড় ঘাঁটাতে বসে আছি ভুবন গাঁয়ের মাঝি।।