কেন তোমরা আমায় চিনলেনা?
এই ধুলো মাখা গায়ে কাঠফাটা রোদে ঘামে ভেজা।।
লাঙ্গল , কোদাল নিয়েছি কাঁধে তাই বলে কি মানুষ না?
আমরাইতো কোটি মানুষের অন্ন জোগাই।
সে কথা কখনো ভুলনা।।
দুঃখে দুঃখে জ্বলেপুড়ে দিনমজুরের টাকা নিয়ে বাজার যাই;
খুশি মনে রাত কাটে, পরদিন সূর্য ওঠেনা মাঠে যাই।
সে কথা তোমরা বুঝেও কেন বুঝনা?
বারবার মেরেছ পেটে লাথি কত আর সহ্য করি;
নতুন করে স্বপ্ন আঁকি সব ভেসে যায় বানের জলে।
তোমরা তো কেউ আমাদের কথা ভাবো না।
শত অপবাদ সয়ে আজও আছি বেঁচে;
ধুলো মাখা গায়ে, তোমাদের আজীবন সুখী রেখে।
তবুও তোমরা আমায় চিনলে না।