নাচ রণাঙ্গনী সুধা তরঙ্গীনী
ঐ বাজে জয় ঢাক আসে রণচণ্ডী
জয় জয় দুর্গা মহিষাসুরমর্দীনী
জয় জয় দূর্গা দুর্গতিনাশিনী।
নিপীড়িতা পৃথিবী চায় মহা মুক্তি
অসুর ভাঙে আজ এই স্বর্গ সিঁড়ি
মাভৈঃ মাভৈঃ শোনাও তোমার বাণী ।
[ ওঁ সর্বে মঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমোহস্তুতে।। ( চণ্ডী/ ১১/১০)]
[ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।। ( চণ্ডী/৫/৩৪) ]
[ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।। ( চণ্ডী/৫/৪৯)]
অগ্নিশিখা দাও জ্বালিয়ে তুমি
ভষ্ম হোক সব পাপের সমষ্টি।
শবের বুকে শিব নাচুক তাণ্ডব
আনুক ধরণীতে প্রলয় সমাধি।
মৃত্যুরাজে যার ভয়ে লুকোয় চুপি
অসুরগণে বুঝে না সে ভয়ঙ্করী।
যখন তখন আসেন জ্যোতির্ময়ী
অভয় দিয়ে কোলে করে তুলে জননী।
[ ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি।
তদা তদাবতীর্য্যাহং করিষ্যাম্যরিসংক্ষয়ম।। (চণ্ডী/ ১১/৫৫) ]
[ ঊর্ধ্বং ব্রহ্মাণী মে রক্ষেদধস্তাদ্ বৈষ্ণবী তথা।
এবং দশ দিশো রক্ষেৎ চামুণ্ডা শববাহনা।। ( দেবীকবচ/ ২১ / চণ্ডী)]
[ ওঁ সর্বে মঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমোহস্তুতে।। ( চণ্ডী/ ১১/১০)]
কথায় : ( ওগো মা, জগত জননী। যখনই অসুরগণ তোমার ভক্তের উপর আক্রমণ করে এবং ধর্মের গ্লানি করতে সদা তণ্ডব করেন তুমি তখন আমাদের মাঝে অবতীর্ণ হও এবং দশদিক থেকে রক্ষা কর। ]