ভালোবাসি ভালোবাসি
বাংলা মায়ের কোল,
রফিক শফিক গর্জে ওঠে
জয় বাংলা জয় বল!


একুশের রক্তের ঢল নেমে
হয়, সাগরের জল,
মায়ের চোখের অশ্রু নেমে
বক্ষে যোগায় বল!


সকালের সূর্য সেই ছেলে
বাংলা মায়ের বল!
বীরাঙ্গনা সেই মেয়েটি
এই বাংলার সম্বল।


বায়ান্নর কোন রুদ্ধ সকাল
বাক্যহীনার দল,
গর্জে ওঠো সবাই মিলে
জয় বাংলা জয় বল!