মুখে মুখে কইত কথা ঐ ঘর হয় মোর ঠিকানা
কারে দিবি তুই জনমের বিদায় বেলা বয়ে যায়।
সোহাগ মাখা নয়ন তোমার বৃষ্টি ভেজা বাটখারা
স্ত্রী পুত্র রইল পড়ে প্রাণ পাখি তোর বুঝলো না।
এখন বিনা রসের রসিক আমি বয়ে যায় সময়।
ঘর ছিল তোর পর ছিল খুব, ছিল কতই আনন্দ
চিতা কাষ্ঠে দহন হবে তোর জীবনের সুখ ছন্দ।
কিসের মায়া করবি অন্তর প্রাণ পাখি উড়ে যায়।