শোনো মায়ের কথা শোনো
যার ভূবনে প্রদীপ জ্বেলে আলো হলাম আমি।


রূপে গুণে মন-মোহিনী
বিশ্বপতি যার সম্পত্তি!
শোনো মায়ের কথা শোনো
অন্ধকারে জেগে জেগে জ্বালায় আলোর বাতি।


কাম-বাসনার মায়াজালে
মোহ-বশে র‌ইলাম বসে!
ত্রি-যমুনা শুকায় গেল পদ্ম তুলি কোথায় আমি!
সন্ধি লেগে গেল কালে ফোঁটাও মায়ের জ্যোতি।


ঘরে-বাইরে গর্ভ লোকে
বিন্দু-রূপে রাখছো ধরে!
অধম বলে করছ কৃপা অন্তরে দাও হাসি।