বাংলা হামার মাওয়ের ভাষা
বাংলা হামার প্রাণ,
বায়ান্নর রাজপথে রক্তে
দিছে নিজের জান।। ( ভাই রে )
রফিক শফিক বরকত আরও
সোনারও ভাই - বোন,
মাওয়ের ভাষা বাঁচবার নাগি
হইছে উচাটন।। ( ভাই রে )
রক্ত দিয়ে ফলাইছে ফল
ভুলিয়া স্বপন,
বুকের ভেতর গুলি গাঁথি
আনছে ডাকি বান।। ( ভাই রে ভাই )
হামার ভাষা হামার গান
নাড়ি পোতা টান,
বাংলা মাওয়ের ছাওয়া বোঝে
ভাষার কত মান।। ( ভাই রে )