এলো এলো শরৎ এলো
মাকে বরণ করিতে,
কাশফুলে মনটা সাদা
খুশির ঘন্টা বাজল রে....
নতুনের জোয়ার এলো
ঢাকেতে পরল কাঠি,
দুর্গা এলো বাপের বাড়ি
আনন্দে নেচে ওঠে মনটা রে....
অঞ্জলি দেই মায়ের পায়ে
দুর্গা, দুর্গা, দুর্গা বলে,
আরতি চলছে ভারী জমজমাট
মায়ের মুখে ফুটল হাসি রে....