দূর্গা দূর্গা বলো মন আমার
পরাণে দিচ্ছে খুশির দোলা,
শরৎতের আহ্বানে মায়ের আগমনে
গ্ৰামে গঞ্জে পড়ল সারা।।


১০৮ টা ফুলে অকাল বোধন
কে বোঝে বল মায়ের লীলা,
শত দুঃখ কষ্ট এবার যাবে ঘুচে
এলো অভয় দেবে অপরাজিতা।।


পথে ঘাটে মাঠে হচ্ছে কথা
আবার বছর ঘুরে এসেছে দূর্গা,
মনের অন্ধকার  যাবে দূরে
যখন পরবে মায়ের কিরণ ছটা।।