এই দুনিয়া দুঃখের মেলা সুখের নাইরে স্থান।
আমি তোমার অভাগীনী দুঃখ নামের পরাণ।।
আদর যত্ন সুখ পাখিরে সুখ থাকে না ঘরে
বনে বনে বেড়ায় ঘুরে আর ফেরে না মনে।
খরায় পোড়ে দেহ আমার চোখে দারুণ শ্রাবণ।।
দয়াল বিধির নাইরে দয়া নাম হয় দুঃখহরা
মরি মরি অকুল পথে সুখের নাইরে দেখা।
অন্তর কাঁদে মায়ার খেলা এই ছিল যে দারুণ।