আমি বুকের ভেতর করি দুঃখের চাষ
দুঃখ লইয়া বড়াই করি পরি দুঃখের ফাঁস।
সূর্য আমার মাথার ছাতা চন্দ্র গলার হার
দুই চোখেতে শ্রাবণ নামে যন্ত্রণা যে ভার।
সংসারে সং সেজে বেড়াই দুঃখের হই বশ।
সর্বনাশা জীবন আমার ঘুরি পথে পথে
সোনার দেহ অঙ্গার হলো কাল বোশেখী ঝড়ে।
মরণ ফাঁদে কাঁদে পরাণ হয়ে যাই শেষ।