দেখা হোক এই পথে
যে পথ গেছে চলে দূরের আকাশ বেয়ে।
দেখা হোক এই পথে....
চাঁদনী রাতের গানে মিশে যাবে এই গান
জোনাকিরা ছায়া হয়ে মিটিমিটি জ্বলে,
পৃথিবীর এই অবকাশে,
দেখা হোক এই পথে....
নীলিমার ঐ আঁখি দুটি চাঁদ আর সূর্য
ভেসে গেছে খুব যতনে,
লাল-নীল স্বপ্নের এই কবরে
বকুল ফুলের মালা অশ্রু গাঁথে।
একদিন সেও তো লয় হবে,
দেখা হোক এই পথে....
আমিও তো পৃথিবীতে বিরহী লাশ
অকারণে ফেঁসে গেছি, মায়ার জালে।
শেষ বিকেলের চিঠি পেলে
মরণের এই ক্ষণে,
দেখা হোক এই পথে....