বঙ্গবন্ধু ছিল আমার প্রাণের প্রিয় মানুষ।
গরিব দুঃখীর করত সেবা নিজের কথা ভুলে।।
মা জননী বলত কেঁদে, এমন খোকা পেলে।
শত মানুষের কত উপকার করত মুজিব ছেলে।।
গ্রামেগঞ্জে পথে-ঘাটে দূর থেকে ভেসে আসে।
সোনার ছেলের বজ্রকন্ঠ এবার কে রুধিবে।।
ধন্য মায়ের ধন্য ছেলে মুজিব তাহার নাম।
বাংলাদেশের নাম লিখে বুকের রক্ত দিয়ে।।