তুমি ভালোবাসো বলে,
সেজেছে ঐ রূপালি    চাঁদ
তারার সাথে হেঁটে  চলে
মনে মনে কথা       বলে
রজনীর এই অপরূপ   ফাঁদ
       গল্প মিলায় কবিতার আঁচলে


তুমি ভালোবাসো বলে,
চোরকাঁটাহীন    ঘাসের জমিন
সবুজ বনের ছায়াতলে
আসন বিছায় মায়ার জলে
থাকবে জেনো    তা চিরদিন
      বিজন গাঁয়ের নিঝুম ছায়ার তলে


তুমি ভালোবাসো বলে,
বিরহের ব্যথা কুন্তলে
সেজে এমন  নীরবতায়
মনের মাঝে  আশা জাগায়
কথা জমে স্মৃতির  আদলে
        ডুবে ভাসে দু’চোখের কাজলে