তুই আর আমায় দিসনা জ্বালা
ওরে পোড়া বাঁশি
জাত-কুলহীন এক নাছোড় কালা
খেলে সর্বনাশী
করে তোকে সাথি
কতবার যে বলি তোরে
বন্ধ রাখ না ফুটো
খিল এঁটে রাখ তোর ঘর- দোরে
বুজে চক্ষু দুটো
জেগে সারা রাতি
ও বাঁশি রে,
তোকে পারি না এড়াতে,না পারি পোড়াতে
নিজে মরি ধুঁকে ধুঁকে সে অনলের সাথে
উড়ে চলা মনটা আমার
মানে না তো বারণ
মেলে দিয়ে চোখের দুয়ার
পেতে রেখে শ্রবণ
জ্বেলে মনের বাতি