তোমায় বল কোথায় লুকাই
নকশী কাঁথার নরম ভাঁজে
সকাল-সন্ধ্যা সকল কাজে
তোমাকে যেন সব কিছুতেই খুঁজে পাই
যখন যেখানে আমি যাই
ফিরে ফিরে শুধু তাকাই
আর কেউ দেখে ফেলে নাযে
হেঁটে গিয়ে নিজের মনেই থমকে দাঁড়াই
চিঠি গুলো এমন না ছাই
কেমন করে ডাকে আমায়
অনেক শত কাজের মাঝে
নেই কেউ ভেবে থেকে থেকে দু’চোখ বুলাই
আড়চোখেতে দেখে সবাই
আমার অপয়া এ অসুখ
হৃদয়ে শুধু তানপুরা বাজে
তবু, লুকাতে তোমায় সুখে যে হারাই