ছিলাম তো বেঁচে আমি তোমার কবিতায়
কখনো হয়ে অন্তমিল
কখনো বা খুঁজে অমিল
ঝিনুকের ভিতর মুক্তোর গোপন অভিধায়
যে কথারা লুকায় বোধের আলো ছায়ায়
কখনো হয়ে দৃশ্যমান
লুকিয়ে রেখে অভিমান
জুড়ে ছিলাম তোমার বিমূর্ত কল্পনায়
মুক্তো কি জানে ঝিনুকের গভীর ব্যথা
চিত্র জানে না তো শিল্পীর নীরব কথা
বলে সবাই, কেন আমি আজ অসহায়
কেন ডুবি নীরবতায়
বোঝাবো তাদের কোন ভাষায়
মিশে আছি যে তোমার শেষের কবিতায়
*
রচনা: জানুয়ারি ২৫, ২০২২