কী কারণে কোন দহনে
পোড়ে মন গোপনে
সন্ধ্যা নামার ক্ষণে


সাঁঝের বেলা করে খেলা
সেঁজুতির কম্পনে
সন্ধ্যা নামার ক্ষণে


নরম ব্যথা এসে
স্মৃতির সাথে মেশে
মিলায় অবশেষে
রাতের আয়োজনে


ভোর আসে না দিনের আশায়
আঁধার ঘনায় মনে
সন্ধ্যা নামার ক্ষণে


চোখের জলের ধারায়
হৃদয় কথা লুকায়
কুলে ফেরার আশায়
দাঁড়ায় সঙ্গোপনে


কোন সে বাঁধন বেঁধেছে মন
আজো সে দিন গোনে
সন্ধ্যা নামার ক্ষণে
*
রচনা: জানুয়ারি ৬, ২০২২