আছে দুটো পাখা
তাতে স্বপ্ন আঁকা
যাও তুমি উড়ে
দূর থেকে দূরে
যেখানে আকাশ নীল
রেখো না পিছুটান
সময়ের অভিমান
থাক পড়ে জানলায়
মন পালিয়ে যায়
যেখানে রয় গাঙচিল
ওগো ছোট্ট পাখি
তুমি জানো নাকি
মন হারিয়ে যায়
হাত বাড়িয়ে চায়
ছুঁতে পালক তোমার
তুমি গেছো চলে
তবু গেলে ফেলে
পালকের সুবাস
হৃদয়ে আভাস
লেগে আছে আমার
কল্পনার রঙে আজো তা স্বপ্নীল
আমি বসে একা
তোমার স্বপ্ন রেখা
দেখি প্রতিদিন
মনে অমলিন
থাকবে তুমি পাখি
মনের আকাশ জুড়ে
ব্যথা ভরা সুরে
বাজবে ভায়োলিন
স্মৃতিতে রঙিন
তোমার ডানা আঁকি
ভাবনায় তোমার ছোঁয়া, ব্যথার ফসিল