কী জানি আজ কোন খুশিতে
খুকির মাথায় ফিতে
নরম ভোরের শীতে ॥


শীতের পিঠে বেজায় মিঠে
পাড়া গাঁয়ের গীতে
নরম ভোরের শীতে


মামা বাড়ি এসে
মজায় যায় সে ভেসে ॥
মিলায় অনিমেষে
হরষ টুকু নিতে


রেলের গাড়ি বাজায় বাঁশি
কুহু-হু সংগীতে
নরম ভোরের শীতে


শিশির ভরা ঘাসে
রোদের কণা হাসে ॥
সূর্যি মামা আসে
আদর খানি দিতে


খুকির মনে স্বপ্ন বোনে
শৈশবের আরশিতে
নরম ভোরের শীতে
*


রচনা: জানুয়ারি ৭, ২০২২