তোমার আছে হাজার তারার রাত
আমার কেবল একটি জোনাকি
নিভু আলোয় খুঁজি তোমার হাত
মনের ছায়ায় ছায়াপথ আঁকি
আজ সে আসরে ভেসে বেড়ায়
নীলাভ একটি তারার তিমির
অনেক খুঁজেও মেলেনি যে হায়
ঘাসের ডগায় আদুরে শিশির
আলোতেই আঁধার (তুমি) জানো তা কি
হাজার বছর হেঁটেও পথ কি তবু শেষ হয়
মনের গলিতে কেবল কান্নাই জমা রয়
তবু ভরা থাক তোমার আকাশ
অযুত নিযুত আলোর মিছিলে
রঙ্গন ফোটা (তোমার) জানালার ওপাশ
আমার ঠিকানা থাক পঙ্কিলে
মরেও এভাবে বেঁচে তো থাকি
*
স্বরবৃত্ত ছন্দ
রচনা: জুন ২৬, ২০২২