যে পথ গ্যাছে বাড়ির পিছন দিয়া
সেই পথেই প্রাণ- বন্ধু গ্যাছে চইলা
মনটারে সাথে সে গেলো নিয়া
পাষাণ,
যাওনের কালে যায় নাই কিছু বইলা
রাইত যে আমার কাটে একলা জাইগা
দিন কাটে ডুইবা বন্ধুর স্বপনে
মনে লয় সব ফালায়া যাই ভাইগা
ঠিকানা তার পাইবাম হায় কেমনে
বান্ধই,
ছাইড়া আমারে তুমি কিবায় রইলা
হাতের বিসুন বাউয়াই তাও জ্বলে বুক
ইশকারি মারে আমজাদ মোল্লার পুত
কয়,
করলে তারে বিয়া মিলবো যে সুখ
কিবায় কইবাম কান্ধে আমার তার ভূত
এই মন,
রাখসি বন্ধুর লাইগা সিক্কায় তুইলা
*
কিছু শব্দার্থ :
------------
বিসুন- হাত পাখা
কিবায়- কী ভাবে
বাউয়াই- বাতাস করি