জানালা খুলে দেখেছি
(তোমাকে)
সকালের রোদে মিশেছে আবীর
শিশিরের কণা বলেছে
(আমাকে),
জীবনের মানে ওখানেই নিবিড়
আমি তো নই কোনো কবি
লিখতে পারি না কোনো কবিতা
কথারা যে হারায় সবই
ওগো মেয়ে, তুমি জানো কি তা
তুমিই তো ভাবনার নীড়
সুদূরের দিকে তাকিয়ে
আনমনে
রয়েছো নীরব এমনি একা
কবিতা হয়ে ঝরেছো
এ মনে
জানালার ধারে সুবর্ণরেখা
তুমি তো নও সে জন আমার
কল্পনার নায়িকা, ভোরের আশা
তবু মনে বাজে সেতার
ওগো মেয়ে, তুমি যে দুরাশা
তুমিই তো স্বপনের তীর