হেঁটে এসে বহু দূর পাইনি তো দেখা তোমার
যাও নি কেন লিখে নতুন ঠিকানাটা এবার
বলেছিলে, খুব সহজেই পাবো যে তোমার খোঁজ
কৃষ্ণচূড়া আছে দুয়ারে, ফুল ফোটে তো রোজ
চিরল পাতার গাছটি ঠিকই দাঁড়িয়ে আছে ঠায়
লাল ফুলের আসর জমেছে তোমারই বারান্দায়
লিখে যেতে ঠিকানা তবু ভাবো নি একবার
বলেছিলে, দেখা হবেই বৈশাখের দুপুরে
দুজনেই হাতে হাত, হেঁটে যাবো বহুদূরে
বৈশাখের এমন দিনে উঠোন ভরেছে ফুলে
নতুন ঠিকানা তুমি শুধু রাখোনি ভুলে
কী করে পাবো খুঁজে বল তোমাকে আবার