একলা সময়
কাটে না আর
ভাঙা হৃদয়
ব্যথার আধার
মন খারাপের একেকটা দিন
বিজন বেলা
স্বজন হারা
মনের ভেলা
ছন্নছাড়া
বিষাদ ঘেরা মানবজমিন
চুমুক দেয়া চায়ের কাপে বিকেল কাটে বন্ধুহীন


হঠাৎ করে
এমন ভাবে
সরে সরে
সবাই যাবে
ভাবি নি তো তা কোনোদিন
তোমার আমার
কথার খেলা
পেলো না আর
মিলন মেলা
পুরনো গান হয় যে মলিন
ফেলে আসা সকল স্মৃতি মনে বাজায় ভায়োলিন


একটু আদর
বিলায় না কেউ
মেলে চাদর
জল ভরা ঢেউ
চোখের কোণে বয় নিশিদিন
শীতের রাতে
হৃদয় মাঝে
নরম হাতে
থাকে না যে
আমার সাথে, তাই সাথিহীন
যায় ছাপিয়ে দুচোখ আমার,অশ্রু ঝরে  অন্তহীন