এইতো তুমি ছিলে
এক আকাশের নীলে
ছড়িয়ে দিয়ে রোদ
রেখে সেই অনুরোধ
ছিলে তো একজীবনের গানে
বাজিয়ে সুমধুর
তোমার পায়ের নূপুর
একলা থাকা দুপুর
আমার
করেছিলে ভরপুর
ডুবে ছিলাম এক বোধনের টানে
এইতো তুমি ছিলে একটি কবিতায়
যেমন উপমা ছন্দে হারিয়ে যায়
সেইতো গেলে চলে
কিচ্ছুটি না বলে
রেখে সব আড়ালে
কোথায় যে হারালে
বিলীন হয়ে কোন সুদূরের পানে
**
সেপ্টেম্বর ২৪, ২০২৩