আমি তো নই চাতক পাখি
থাকি না তো বৃষ্টির আশায়
তবু মেঘের আকাশ দেখে
মন ডুবে যায় স্মৃতির পাতায়
তোমার চিঠি গুলো এ দু’চোখে বৃষ্টি ঝরায়
বৃষ্টির ডানায় ভেসে ভেসে
তুমি যখন দাঁড়াও এসে
দেখি না তো তোমার ছায়া
ফেলে আসা স্মৃতির মায়া
মনের আকাশ জুড়ে আজো সজল সন্ধ্যা নামায়
হিমেল হাওয়ায় ভেসে ভেসে
জলের রেণু ভালোবেসে
চাতক হয়ে যেতে চায় মন
পথ চেয়ে থাকাই কাজ যখন
আছি তো বসে তোমার ফিরে আসার অপেক্ষায়