আছো তো বেশ আমায় ছাড়াই
ছড়াও সুবাস ফেইসবুকে রোজ
না হয় নিলে আর আমার খোঁজ
জনান্তিকে তোমায় হারাই
জানি না,
কী করে এ ইথার- নদী সাঁতরাই
ইন্সটা ভরে গেছে তোমার
হরেক রঙের আলোক নৃত্যে
আমি আছি অন্ধ- বৃত্তে
নিয়ে এক বুক স্মৃতির আধার
জানি না,
কী করে পাবো এ থেকে রেহাই
টুইটারে খুব তুমি সরব
আঘাত হানো খুব সহজে
কষ্ট যে পায় সে-ই বোঝে
নাম না বলেও তো বলো সব
জানি না,
কী করে সে দহন, তোমায় বোঝাই
আমি ফেঁদেছি তাই ফন্দি
টেনেছি ইতি স্মার্ট ফোনে
শান্তি এলো যে এ মনে
নইতো সে আলেয়ায় বন্দি
চোখ নেই যার সে তো খোঁজে না রোশনাই