তুমি কি দেখেছো আমার বুকের মাঝে
তুমি কি দেখেছো আমার দুঃখের মাঝে
ধিকি ধিকি করে কোথায় আগুন জ্বলে ??
হায়) ধুকে ধুকে তবু মন কার কথা বলে ?


ভালোবাসো তুমি, ভালোবাসা জানি অন্ধ
দেখেও দেখো না কী যে ভালো কী যে মন্দ ।
দেখোনি) হাসির আড়ালে মন ভাসে নোনা জলে !!


ভালোবাসো তুমি, ভালোবাসা গাঁথে ছন্দ
বুঝেও বোঝো না তারই মাঝে কী যে দ্বন্দ ।
বুঝোনি) কিসের অভাবে মন মরে প্রতি পলে !!