আমি) ভাঙা-গড়ার মাঝেই দেখি
ভবের খেলা সারাবেলা,
দেখি তোমার প্রকৃতিরই ছন্দে ।
দূর আকাশে রাতের কোলে
কাজল চোখে দু'চোখ মেলে
চাঁদের আলোয় ভাসো কী আনন্দে ??
ভালোবেসে হৃদয় ভরাও
আবার দেখি বৃষ্টি ঝরাও
অভিমানের বাধ ভাঙা কোন দ্বন্দ্বে ??
অনুরাগে কাছে টানো
আবার যখন আঘাত হানো
সেই আঘাতেও ভাসি প্রেমানন্দে !!